মুহম্মদ জাফর ইকবাল এর বন বালিকা অরিজিনাল প্রিন্টেড বইটি সংগ্রহ করুন সরাসরি তাম্রলিপি থেকে। ক্যাশ অন ডেলিভারি সুবিধাসহ অফারনুযায়ী উপভোগ করুন ফ্রি ডেলিভারি এবং সর্বোচ্চ ছাড়!
মানুষগুলো নিচু গলায় কথা বলছে এবং মিতুল তখন বনবিবি শব্দটা কয়েকবার শুনতে পেল। এই বাওয়ালিরা বিশ্বাস করে বনবিবি এই সুন্দরবনের দায়িত্বে থাকে সব সময় সবাইকে দেখেশুনে রাখে। তাকে দেখে মানুষগুলো মনে করছে সে বনবিবি হয়ে তাদের দেখা দিয়েছে। মিতুল নিঃশ্বাস বন্ধ করে বসে রইল। সে দেখতে পেল মানুষগুলো নিজেদের বোঝা থেকে কয়েকটা ফুল, কিছু কলা, একটা কলাপাতায় কিছু ভাত এরকম কিছু জিনিস গাছের নিচে রেখে মাথা নিচু করে কয়েকবার প্রণাম করল। একজন বিড় বিড় করে বলল,
“বনবিবি বনবিবি প্রণাম জানাই
তুমি বিনা আমাদের রক্ষা নাই ।”
এই ধরনের অন্যান্য বই দেখুন “সায়েন্স ফিকশন ” এবং আমাদের নতুন সব আপডেট পেতে তাম্রলিপি ফেসবুক পেজে ফলো করতে পারেন।
Mubakar Hossain –
অনেক দিন পর স্যার আবার ভালো কিছু লিখেছেন।
Tahmina Islam –
ভাল লেগেছে বইটি পড়ে।