ভালোবাসা জলের মতন। সে জল কখনো স্বচ্ছ, টলমলে। কখনো আবার ঘোলাটে। কারো কাছে চোখের, কারো কাছে বৃষ্টির, কারো কাছে ঝড়ের। কারো কারো জন্য অতল সমুদ্রের কিংবা ঝর্ণারও। আবার কারো কাছে স্রোতস্বিনী নদীর মতো। মরা গাঙেরও ভালোবাসা আছে। আর একেকটা মানুষ হলো সেই জল আটকে রাখার ধারণ করার একেকটা পাত্র। জল যেমন যে পাত্রে ঢালা হয় সেই পাত্রের আকার ধারণ করে তেমনি ভালোবাসাও একেকটা মানুষের কাছে গিয়ে একেকভাবে সেজে ওঠে। এই সজ্জা ভালোবাসার ধর্ম। এই সজ্জা ব্যক্তিভেদে ভিন্ন। যে শ্রাবণে ফাগুনেও ভালোবাসা নামক মধুর এই যন্ত্রণাটি বারবার তার রূপ বদলেছে। দমবন্ধ করা এই ভালোবাসা অতল, খেয়া, ময়ূখ, ব্রতী, মোজাম্মেল হোসেন, আমেনা বেগম, চন্দ্রা, রাহাত, পিয়ালী, ঋজু, চিন্ময়, জাওয়াদ, ঝিন্টি, সাঈদ, অংশু বড়ুয়া, জান্নাতুল মাওয়া সবার কাছে গিয়েই নিজেকে ভেঙেচুরে, টুকরো টুকরো করে বারবার নতুনরূপে সাজিয়েছে। ভালোবাসা ভিন্ন ভিন্ন সাজঘরে গিয়ে কেমন করে বারংবার ছদ্মবেশী সেজেছে তা জানাতে নিমন্ত্রণ পেশ করলাম।
Reviews
There are no reviews yet.