মা ডায়রি লিখতেন। কাউকে পড়তে দিতেন না। আমাকে না। বাবাকেও না। খুব গােপন। ডায়রিটা লুকিয়ে রাখতেন। একটা সিন্দুকে। বাবা পড়তে চাইতেন। ডায়রিটা। আমিও চাইতাম। কিন্তু মা। ডায়রির ব্যাপারে খুবই আপসহীন। একদিন মা ভুল করে, সিন্দুকটা খােলা রেখে চলে গেলেন বাপের বাড়ি। ডায়রিটা আমার হাতে এলাে। আমি জানি, মায়ের অনুমতি ছাড়া ডায়রিটা পড়া ঠিক নয়। কিন্তু ওই যে কৌতূহল ! আমি ডায়রিটা পড়তে শুরু করি। মায়ের গােপন ডায়রি। তার আর্তনাদ। তার ব্যথা। তার স্বপ্ন।
আজ আপনাদের সেই ডায়রির গল্প-ই বলবাে। কী তার গােপন। কেন তিনি ডায়রি লিখতেন। তিনি লিখেছেন- আমি অনেক মানুষের আত্মজীবনী পড়েছি। বাংলাদেশের। সব মিথ্যাচার। ভুলে ভুলে ভরা। যেন তারা একেকজন ফেরেশতা। তাদের কোন ভুল নেই। শুধুই বিজয়, শুধুই বিজয়। এটা কী হয় ! মানুষ মাত্রই তাে ভুল থাকে। থাকে না ! আমি। ভাবলাম- অন্তত একজন মানুষ সত্য লিখুক। সত্য। বলাতে বিপদ আছে জানি। তারপরও। কী তার সত্য? সেই গল্প-ই বলবাে আজ। একজন বাঙ্গালি। নারীর গােপন গল্প।
Reviews
There are no reviews yet.