About Us

আমাদের সম্পর্কে

সৃজনশীল প্রকাশনায় উৎকর্ষের সন্ধানে আত্মপ্রকাশ করে প্রকাশনা সংস্থা তাম্রলিপি

২০০৮ সালে বাংলাদেশের প্রকাশনা জগতে আবির্ভাব ঘটে তাম্রলিপি প্রকাশনীর। দেশের খ্যাতনামা প্রথিতযশা ঔপন্যাসিক, কবি, প্রাবন্ধিক, সাংবাদিক, শিক্ষাবিদ, ন্যাট্যকারের রচনা ও তরুণ লেখক এবং সাহিত্যিকের রচনা ছাড়াও দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বের বই এখান থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে। সৃষ্টির শুরু থেকে সৃজনশীল বই প্রকাশ করে আসছে। বাংলা এবং ইংরেজী উভয় ভাষাতেই বই বের করা হয় ।

বই সমূহ দেখতে

প্রকাশনা সংস্থার প্রতিষ্ঠাতাঃ

এ. কে. এম. তারিকুল ইসলাম রনি
প্রকাশক, তাম্রলিপি।
 

আমাদের গল্প

মাত্র কয়েক বছর আগেও আমাদের দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন সৃজনশীল প্রকাশনা প্রায় ছিল না বললেই চলে। আমরা মনে করেছিলাম আমাদের দেশের তাম্রলিপি শিল্প যথেষ্ট পিছিয়ে আছে। মুদ্রণ ও বিপণন দুই ক্ষেত্রেই উন্নতির এক বিশাল সম্ভাবনা তখনও ছিল। আমাদের এই বিশ্বাস ও প্রকাশনা জগতে আমাদের অভিজ্ঞতা এই দুটি বিষয় আমাদের অনুপ্রাণিত করেছে।

তাম্রলিপি প্রতিষ্ঠার পর থেকেই প্রকাশনার উৎকর্ষ সাধনে আমাদের নিরন্তর প্রচেষ্টা, আধুনিক বিপণন ব্যবস্থা এবং প্রকাশক-লেখক পেশাদার সম্পর্কের মাধ্যমে দেশের লেখক-পাঠক পুস্তক বিক্রেতাসহ সুশীল সমাজের কাছে তাম্রলিপি এখন একটি মর্যাদাপূর্ণ প্রকাশনা প্রতিষ্ঠান। পাশাপাশি অনেক তরুণ কিন্তু প্রতিভাবান লেখকের বইও প্রকাশিত হয়েছে তাম্রলিপি থেকে। প্রবীণের অভিজ্ঞতা আর প্রতিভাদীপ্ত তারুণ্যের প্রকাশক্ষেত্র তাম্রলিপি। বাংলা সাহিত্যের প্রতিষ্ঠিত বিভিন্ন লেখকের বই ছাপার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রামাণ্য গ্রন্থ, স্মৃতিচারণ, ইতিহাস, ধর্ম, ভ্রমণ কাহিনী, বিজ্ঞান, প্রযুক্তি, উপন্যাস, কবিতা, গল্প। শিল্প সাহিত্যসহ বিভিন্ন ধরনের বই প্রকাশ করেছে তাম্রলিপি। এছাড়া ইংরেজী ভাষায় বিভিন্ন ধরনের প্রকাশনা রয়েছে।

ভাল মানের বই প্রকাশ করা আমাদের প্রতিশ্রুতি যা সারা দেশে প্রশংসা কুড়িয়েছে । আমাদের দিগন্তটি আমাদের স্থানীয় বাজারের বাইরে বিস্তৃত করা হয়েছে, যেমনটি আমরা পরিকল্পনা করেছি। আমাদের বাজার সম্প্রসারণের অংশ হিসাবে আমরা ভারতে বই রপ্তানি করছি এবং এই প্রোগ্রাম এর আওতায় ভবিষ্যতে অন্যান্য দেশকেও অন্তর্ভুক্ত করা হবে।

গ্রাহক সন্তুষ্টি

গ্রাহকদের নিয়েই আমাদের প্রকাশনা সংস্থা । আমরা চাই আমাদের গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি। তারই লক্ষ্যে আমরা কাজ করে যাই। আমাদের কাছে মুনাফা কম হলেও, গ্রাহকের সন্তুষ্টি বেশি গুরুত্বপূর্ণ ।

অনলাইনে বই কেনা সম্পর্কেঃ

বাংলা বাজার আমাদের নিজস্ব দোকান আছে, সেখান থেকে যে কোন লাইব্রেরি বা অনলাইন বুকশপে খুচরা / পাইকারী বই বিক্রি করা হয়। তাছাড়া ফেসবুক এবং ওয়েবসাইটের মাধ্যমেও আমদের থেকে বইগুলো নিতে পারবেন।
তাম্রলিপি (Tamralipi)গ্রাহকদের সুবিধার জন্য ক্যাশ অন ডেলিভারি অফার করে। আবার উপহার হিসেবে কেউ বই পাঠাতে আগ্রহী হলে আমরা সেক্ষেত্রেও সাহায্য করে থাকি।
এছাড়া হোয়াটস অ্যাপ বা ইমেইলের মাধ্যমেও আমাদের অর্ডার করা যাবে। অর্ডার করার জন্য আমাদের শুধু মাত্র গ্রাহকের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার প্রয়োজন। অর্ডার করার পর আমাদের ডেলিভারি সেকশন থেকে কল দিয়ে পুনরায় অর্ডারটি কনফার্ম করা হয়ে থাকে।

বই প্রকাশ সম্পর্কেঃ

তাম্রলিপি  সব  সময়ই  চেষ্টা  করে  সৃজনশীল  বই  প্রকাশ  করতে,  এবং  নতুন  লেখকদের  মান  সম্মত  বই  লিখতে ও প্রকাশ করতে  অনুপ্রেরণা  যোগায়।  এজন্য প্রথমে পান্ডুলিপি জমা দিতে হয়, পান্ডুলিপি নির্বাচিত হওয়া পর লেখক ও প্রকাশকের মধ্যে চুক্তি হয়। লেখকের জমাকৃত পান্ডুলিপি পরবর্তীতে ফেরত দেয়া হয়। 

গ্রাহকরা ক্যাশ-অন-ডেলিভারি বা বিকাশের মাধ্যমে অর্থ প্রদান করতে পারেন। ক্যাশ অন ডেলিভারি সিস্টেম সাধারণত সুবিধাজনক কারণে অধিকাংশ গ্রাহকই বেছে নেন। আমরা গ্রাহকদের অর্থ প্রদানের আগে তাদের বইগুলো পরীক্ষা করতে দিতে চাই, এটি আমাদের প্রতি তাদের বিশ্বাস তৈরি করতে সহায়তা করে। যদি গ্রাহকদের পেমেন্টের মধ্যে কোন সমস্যা থাকে, তাহলে তারা বিকল্প সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সরাসরি যোগাযোগ নাম্বারঃ ০১৭৭ ২২৬ ৯৪৩৭

আমাদের কাস্টমার সার্ভিস টিম পণ্য সরবরাহ করার আগে আপনার সাথে ফোন করে অর্ডার নিশ্চিত করবে। বইগুলো (নতুন সংস্করণ) তা নিশ্চিত করতে আমাদের গুণমান নিয়ন্ত্রণ দল সমস্ত পণ্য পরীক্ষা করবে, তারপর এটি গ্রাহকদের কাছে পাঠানো হবে। অর্ডার করার পর আপনি ২৪-৭২ ঘন্টার মধ্যে পণ্য পাবেন (ঢাকাতে)। ঢাকার বাইরের ক্ষেত্রে ৩-৭ দিন সময় নিয়ে থাকি।