রােয়াল্ড ডাল বিখ্যাত ব্রিটিশ উপন্যাসিক, ছােট গল্পকার এবং চিত্রনাট্যকার। তবে সবার কাছে তিনি শিশুসাহিত্যিক হিসেবেই বেশি পরিচিত। তাঁর জন্ম ১৯১৬ সালে ইংল্যান্ডের ওয়েলস শহরের ল্যানডাফে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে তার লেখালেখির হাতেখড়ি। ১৯৪৩ সালে রােয়াল্ড ডাল লিখেছিলেন ছােটদের জন্য প্রথম উপন্যাস গ্রিমলিনস। অনেকদিন বিরতির পর ষাটের দশকে আবার ছােটদের জন্য লিখতে শুরু করেন তিনি। ছােটদের জন্য ১৯৬১ প্রকাশিত হয় ‘জেমস অ্যান্ড জায়ান্ট পিচ’। এরপর একে একে প্রকাশিত হতে থাকে- চার্লি অ্যান্ড চকোলেট ফ্যাক্টরি, মাতিল্ডা, ফ্যান্টাসটিক মিস্টার ফক্স নামের জনপ্রিয় বইগুলাে। শিশু-কিশােরদের জন্য তিনি মােট ১৭টি উপন্যাস। লিখেছেন। ছােটদের কাছে তিনি যে কত বড় লেখক তার প্রমাণ পাওয়া যায় বিট্রেনের এক জরিপে। সেখানে সর্বকালের সেরা শিশুসাহিত্যিকদের তালিকায়। তিনি আছেন দ্বিতীয় অবস্থানে। একই তালিকায় হ্যারি পটার খ্যাত লেখিকা জেকে রাউলিংয়ের অবস্থান তৃতীয়। তার লেখা উপন্যাসগুলাে বিশ্বের প্রায় ৫৯টি ভাষায় অনুবাদ হয়েছে।
১৯৯০ সালে ইংল্যান্ডের অক্সফোর্ডে ৭৪ বছর বয়সে মারা যান রােয়াল্ড ডাল। তাঁর জন্মদিন বেশ ঘটা করে পালিত হলেও তাঁর মৃত্যুদিন পালন করা হয় না। ভক্তদের বিশ্বাস রােয়াল্ড ডালের দৈহিক মৃত্যু হয়েছে ঠিকই কিন্তু ভক্তদের কাছে তিনি এখনাে জীবিত।
Reviews
There are no reviews yet.